শিমুল, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দিনাজপুরের পাবলিক প্রসিকিউটর (পি পি) ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাড. রবিউল ইসলাম রবি।
এক শোক বার্তায় তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা, জাতীয় চার নেতা হত্যা এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনীসহ অসংখ্য ঐতিহাসিক মামলার শুনানি করেছেন।
তিনি আরও বলেন, দেশের আইন ও বিচার বিভাগকে স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় এনে যারা আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বৃদ্ধি করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাদের মধ্যে উল্লেখযোগ্য। তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট আইনজ্ঞকে হারালো।
দীর্ঘ সাড়ে চার দশক প্রাজ্ঞ আইনী সেবাদানকারী মাহবুবে আলম আমৃত্যু দেশসেবার এক অনুসরণীয় উদাহরণ। জীবনের শেষ সাতটি বছর তিনি রাষ্ট্রের প্রধান আইনজীবী হিসেবে যে বিচক্ষণতার স্বাক্ষর রেখেছেন, সেটিও ভুলবার নয়।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।