কাহারোল প্রতিনিধিঃ
কাহারোলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে এবং জন স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২২ সেপ্টেম্বর ২০২০ সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস ঈদয় চন্দ্র রায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মোঃ আল কামাহ্ তমাল, কাহারোল উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী, কাহারোল থানা অফিসার ইনচার্জ মনোজ কুমার রায়, কাহারোল উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক সোহাগ প্রমূখ।
অবহিতকরণ ও পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম জানান, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২০ পর্যন্ত সারা দেশের মতো কাহারোল উপজেলা ও শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।
ঐদিন অত্র উপজেলায় ১৭ হাজার ৫২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষে কাজ করছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।