কাহারোল প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে বাল্যবিবাহ দেয়ার চেষ্টার অপরাধে কাহারোল থানার পুলিশ উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নে ঢিপিকুড়া গ্রামে অভিযান চালিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে তিনজনকে আটক করেছে। এসময পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ের অনুষ্ঠানের সকলে পালিয়ে গেছে জানা যায়।
১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে । আটককৃতরা হলেন, কাহারোল উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়ন ঢিপিকুড়া গ্রামের মতিয়ার রহমানের নাবালিকার কন্যার চাচা শফিকুল ইসলাম, মাইক্রো ড্রাইভার মুক্তারুল ইসলাম ও কবির আহমেদ।
১৪ ই আগস্ট বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ তাদের কাহারোল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট
মনিরুল হাসানের নিকট হাজির করলে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থ জরিমানা অনাদায়ের ৭ দিনের করে উভয়কে কারাদণ্ড প্রদান করেছেন।

কাহারোল উপজেলা নির্বাহি অফিসার মনিরুল হাসান সন্ধ্যা ৮ টায় মুঠোফোনে বিডি স্টার নিউজ ২৪ কে জানিয়েছেন কাহারোল উপজেলায় কোন বাল্যবিবাহ দেয়ার চেষ্টা করা হলে তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানিয়েছেন নাবালিকা কন্যার পলাতক পিতা মতিউর রহমানকে আটক করে থানায় প্রেরণের জন্য উপজেলার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন।