কাহারোল (দিনাজপুর) প্রধিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ট এবং সুন্দর ভাবে অনুষ্ঠিত হল কাহারোল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন।
দিনাজপুরের কাহারোল প্রেস ক্লাবের দ্বি-বাষিক নির্বাচন ২০২১-২০২২ সনের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ২৭ ডিসেম্বর’২০২০ রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীন ভাবে প্রেস ক্লাব ভবনে শুধুমাত্র সভাপতি পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ভোট গ্রহনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার রাজীব কুমার বাগচী। ভোট শেষে ফলাফলে সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে ৮টি ভোটের মধ্যে ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দিকারী এ.কে.এম ইব্রাহিম খলিল ছাতা প্রতীকে ২টি ভোট পেয়ে পরাজিত হন।
নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মোঃ ইব্রাহীম খলিল (সোহাগ), সাধারন সম্পাদক পদে মোঃ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মোঃ হায়দার আলী ও কার্যনির্বাহী সদস্য মোঃ আনারুল ইসলাম।
কাহারোল প্রেস ক্লাবের নব-নির্বাচিতদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম ফারুক, সাধরন সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোঃ বাদশা, সাধারন সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিশিষ্ট জনেরা পৃথক পৃথক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।