নিজস্ব প্রতিবেদক
নওগাঁ-৬ আত্রাই রানীনগর আসনের সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম আর নেই। আজ সোমবার সকাল ৬ টা ১৫ মিনিটে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর, ইসরাফিল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় মেয়ে ইসরাত সুলতানা।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি, ৬ জুলাই চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে ১২ জুলাই তাকে বাসায় নেয়া হয়, ১৭ জুলাই তার কাশির সঙ্গে রক্ত আশায় ঐদিনই তাকে পুনরায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ জুলাই রাতে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অবস্থার অবনতি হওয়ায় ২৫ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
বিডি স্টার নিউজ ২৪/ আই