বীরগঞ্জ প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত তিনতলা একাডেমিক ভবন ও চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
২ সেপ্টম্বর ২০২০ বুধবার সন্ধায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত তিনতলা একাডেমিক ভবন ও বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নে ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ. আমিনুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনক অধিকারী, শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কুশল চন্দ্র রায়, চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাকির হোসেন রাজা, শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চাঁদ বর্মন, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহবায়ক মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, শিবরামপুর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারন সম্পাদক অমূল্য রায় প্রমুখ।

অপর দিকে সাতোর ইউনিয়নে নব-নির্মিত চৌপুকুরিয়া কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন এমপি গোপল।