সাজ্জাদ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বোচাগঞ্জ উপজেলা পর্যায়ে ভিটামিন এ প্লাস ভিটামিন ক্যাপসুল অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাশার মোঃ সায়েদুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। এছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিষ্ট মোঃ বাহার হোসেন প্রমুখ। আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বোচাগঞ্জ উপজেলা সহ সেতাবগঞ্জ পৌরসভা ১৬টি কেন্দ্রে পর্যায়ক্রমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১ বছর থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এদিকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন থেকে নিয়মিত দাঁতের যে কোন জটিল কঠিন রোগের চিকিৎসা করা হবে।
এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন। আরো বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাশার মোঃ সায়েদুজ্জামান সহ অন্যান্য ডাক্তার বৃন্দ।