সাজ্জাদ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
‘উৎপাদন মুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে দিনাজপুর জেলার ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষন কর্তৃক গতকাল ১৩ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
বোচাগঞ্জ উপজেলা সমবায় কমকর্তা কালিপদ সেনের সঞ্চলনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জুলফিকার হোসেন। দিনব্যাপী কর্মশালায় দিনাজপুর জেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহজাহান, বোচাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস ছালাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সাধারন সম্পাদক সহ সমিতির নেতৃবৃন্দরা অংশ নেন।