সাজ্জাদ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গা পূজা সুষ্ঠভাবে সম্পন্ন করতে ৭ অক্টোবর বুধবার দুপুরে বোচাগঞ্জ থানার আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবী হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।
এসময় উপস্থিত ছিলেন, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা পুজা উদ্যাপন পরিষদ কমিটির সভাপতি বীরভদ্র রায়, সাধারন সম্পাদক বিশ্বনাথ রায় সহ বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দরা।
এছাড়াও পুলিশ সুপার বোচাগঞ্জ থানায় নারী ও শিশুদের জন্য আলাদা একটি ডেস্ক কর্নারের ভিক্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন এবং বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাযালয়ে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এসময় বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ জুলফিকার হোসেন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সাংবাদিক ফরিদ আহম্মেদ ফরিদ, রাসেল ইসলাম, বাচাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ নবী হোসেন উপস্থিত ছিলেন।