সাজ্জাদ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের জন্য একটি ইসিজি মেশিন প্রদান করেছে বোচাগঞ্জ উপজেলার ১৯৯০ সালের এস,এস,সি ব্যাচ।
২৮ সেপ্টেম্বর সোমাবর বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ইউএইচও ডাঃ আবুল বাসার মোঃ সাইদুজ্জামান এর হাতে আনুষ্ঠানিক ভাবে জরুরী বিভাগের জন্য একটি ইসিজি মেশিন তুলে দেন এস,এস,সি ৯০ ব্যাচের সদস্যরা।
এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, ৯০ ব্যাচের সদস্য তানভীর মতিন চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন মানিক, মোঃ মাসুদ খাঁন, মোছাঃ জেবুন নাহার প্রিয়া, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
বোচাগঞ্জ উপজেলার অসহায় মানুষের জন্য জরুরী বিভাগে এই ইসিজি মেশিন প্রদান করায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে ৯০ এর এস,এস,সি ব্যাচের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ।