অনলাইন ডেস্ক, বিডি স্টারনিউজ টোয়েন্টিফোর ডটকম
মানুষকে অচেতন করে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেওয়ার অভিযোগে রাজধানীতে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে লালবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে লালবাগ বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার রাজীব আল মাসুউদ জানান।

তাদের কাছে ১০০টি চেতনানাশক বড়ি, চারটি স্প্রে বোতল, চারটি মলমের কৌটা ও মরিচের গুঁড়া জব্দ করা হয়।
এরা হলেন- রানা শিকদার (২৪), জুম্মাত (২৪), সোহেল রানা (৩৫), বিল্লাল (৩০), আলী হোসেন (৪২), সোহেল (২৬), জহুরুল (২৪) ও হেলাল (২৭)।
তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য তুলে ধরে উপ-কমিশনার রাজীব বলেন, রানা সিকদারের নেতৃত্বে এরা ধোলাইখাল এলাকার পশুর হাটে বেপারি ও ক্রেতাদের কৌশলে অচেতন করে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করার উদ্দেশ্যে লালবাগ এলাকায় সমাবেত হয়েছিল।
তাদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।