সাজ্জাদ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের সওদাগড়পট্রি সোয়া ব্রীজ সংলগ্ন ডিএন প্লাজায় হোন্ডা শো রুম শিল্পী মটরস্ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের সওদাগড়পট্রি সোয়া ব্রীজ সংলগ্ন হোন্ডা কোম্পানীর পরিবেশক শিল্পী মটরস্ এর সত্বাধীকারী মোছাঃ শিল্পী আকতার ফিতা কেটে শিল্পী মর্টস এর শুভ উদ্বোধন করেন। এসময় ডিএন প্লাজার সত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোস্তাফিজুর রহমান, এলাকার গন্যমান্য ব্যবসায়ী, সাংবাদিক ও মোটর সাইকেল ক্রেতা উপস্থিত ছিলেন।