সাজ্জাদ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক-কর্মচারীদের ৬ মাসের বকেয়া বতেন ভাতার দাবীতে চিনিকলের মুল ফটকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টায় সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন চিনিকলের শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার চৌহার, সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ আলী সহ শ্রমিক নেতৃবৃন্দ। বক্তারা চিনিকলের প্রায় ৬ মাসের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন, ২০১৫ সালের এরিয়া বিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পাওনাদি পরিশোধের জোর দাবী জানান। এছাড়াও মিলের স্বার্থবিরোধী যে কোন কর্মকান্ড করা হলে শ্রমিক-কর্মচারীরা তা প্রতিহত করবে বলে তারা হুশিয়ারি উচ্চারন করেন।