নিজস্ব প্রতিবেদক
কাহারোলে উপজেলায় নতুন করে আরও একজন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এনিয়ে কাহারোল উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন।
তিনি উপজেলার ৪নং তারগাও ইউনিয়নের বুলিয়া বাজার এলাকায় বসবাস করেন তার বয়স (২০)। আক্রান্ত ব্যক্তি (প্রাইভেট চাকুরী) ঢাকা থেকে ফেরত।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের ল্যাব থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৭ টায় কাহারোল নিউজকে নতুন করে আরো এক জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ শফিউল আজম।
/এসএইচএস