জেলা প্রতিনিধি, দিনাজপুরঃ
দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃত্যু ৪৪ জনের। আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের।
জেলায় ২৪ ঘন্টায় আরও নতুন করে ৫৯ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ২৩৫৯ জন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বিকেলে করোনায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন (৪৭)। তার বাড়ি সদরের রুদ্রপুর এলাকায় বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।
তিনি জানান, আজ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে জেলার ১৫৫ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৯ টি নমুনা পজিটিভ এসেছে। পজিটিভ রিপোর্টগুলোর মধ্যে সদরে ৪৩ জন, বিরলে ৫ জন, কাহারোলে ৩ জন, খাবসামায় ৩ জন, পার্বীপুরে ২ জন, ফুলবাড়ীতে ২ জন এবং ঘোড়াঘাটে একজন রয়েছে।
তিনি আরও জানান, আজ ৬২ জনসহ করোনা আক্রান্তদের মধ্যে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬৩২ জন।
- বীরগঞ্জে ‘গোধুলী বৃদ্ধাশ্রমে’ বৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি গোপাল
- দিনাজপুরে এসেছে ৯৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন
- বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি হলেন দিনাজপুরের সন্তান ঐতিহ্য
- এইচএসসি পরীক্ষায় বীরগঞ্জ সরকারি কলেজে জিপিএ-৫ পেয়েছে ১৪০জন
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস