কাহারোল (দিনাজপুর) প্রধিনিধি: কাহারোলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয় আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্যের নিরাপত্তা দিনব্যাপী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি ২০২১ রবিবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ মিলয়নায়তনে মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীর্ষক সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আব্দুল মালেক সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মো. আল কামাহ তমাল, সমাজ সেবা অফিসার রাজীব কুমার বাগচী, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম, উপজেলা কৃষি অফিসার আবু জাফর মোহাম্মদ সাদেক, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মুশফিকুর রহমান, কাহারোল প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও বিভিন্ন হোটেল রেস্তোরার মালিকসহ প্রমুখ।