কাহারোল (দিনাজপুর) প্রধিনিধি: দিনাজপুরের কাহারোল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি মো: সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো: ইব্রাহিম খলিল সোহাগ, দপ্তর সম্পদক মো: হায়দার আলী, ও কার্যনির্বাহী সদস্য মো: আনারুল ইসলাম সহ কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান। ২৮ ডিসেম্বর বিকেলে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন প্রদানকালে মনিরুল হাসান বলেন, স্বাধীনতার স্বপক্ষের সংগঠন কাহারোল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মাধ্যমে কাহারোলের সাংবাদিকতার ঐতিহ্য অক্ষুণ্ন থাকবে। কাহারোল সাংবাদিকদের মধ্যে যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ছিল তা আরও সুদৃঢ় হবে। নতুন কমিটি কাহারোল প্রেসক্লাবকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের বিচরণক্ষেত্রে পরিণত হবে এবং পেশার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মো. আল কামাহ তমাল, কাহারোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।