স্পোর্টস ডেস্কঃ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই সফল ক্রিকেটারের চলে যাওয়াকে অভিবাদন জানিয়েছেন অনেকেই। এর মধ্যে বাংলাদেশি ক্রিকেটাররাও রয়েছেন।
অলরাউন্ডার সাকিব আল হাসান, মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও অনেকেই নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ধোনিকে তার অবসরকালীন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘বিদায় মাহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইলো শুভ কামনা।’
মুশফিকুর রহিম লিখেছেন, ‘খেলাটির সত্যিকারের প্রতিভাবান ব্যক্তিত্ব, জীবন্ত কিংবদন্তি এবং একজন চ্যাম্পিয়ন। অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন মাহি ভাই।’
মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আমার ক্যারিয়ারে আপনি অনেক বড় অনুপ্রেরণা ছিলেন। যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকা, সিদ্ধান্ত নিতে পারা, ক্রিকেটীয় সামর্থ্যের অনেক বড় গুণমুগ্ধ আমি। আপনার অবসরের খবর শুনে খুবই কষ্ট পেয়েছি। ধন্যবাদ মাহি ভাই।’
লিটন কুমার দাসের ফেসবুক পোস্ট, ‘আপনার সঙ্গে একই মাঠে খেলতে পারা আমার জন্য গর্বের ছিল। খেলাটির সত্যিকারের কিংবদন্তি। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ মহেন্দ্র সিং ধোনি।’
বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস ধোনির সঙ্গে নিজের একটি ছবি আপলোড করে লিখেছেন, ‘সদা বিনয়ী এবং এর চেয়েও দারুণ একজন খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি অবসরে গেলেন। আশা করি সামনের দিনগুলো ভালো কাটবে।’
পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘ক্রিকেটারের চেয়েও বেশি, খেলাটির সত্যিকারের ভদ্রলোক। সব স্মৃতি ও অভিজ্ঞতার জন্য ধন্যবাদ মহেন্দ্র সিং ধোনি।’
এনামুল হক বিজয় লিখেছেন, ‘পুরো ক্যারিয়ার জুড়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আপনি অনেককে অনুপ্রাণিত ও অভিভূত করেছেন। আমাদের সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা মহেন্দ্র সিং ধোনি ভাই।’
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শনিবার সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করে ৩৯ বছর বয়সী ধোনি লিখেছেন, ‘ধন্যবাদ, এতটা সময় ধরে ভালোবাসা ও সমর্থন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ৭টা ২৯ মিনিট (১৫ আগস্ট, শনিবার) থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে ধরে নিন।’
ধোনির এই ঘোষণার মানে ৩৫০তম ওয়ানডে হয়ে থাকল তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। দেশের হয়ে তিনি ৯০টি টেস্ট ও ৯৮টি টি ২০ও খেলেছেন। টেস্টে ৯০ ম্যাচ খেলে করেছেন ৪৮৭৬ রান। ৩৫০ ওয়ানডে খেলে রান করেছে ১০ হাজার ৭৭৩। আর ৯৮ টি টোয়েন্টি খেলে রাখ করেছেন ১৬১৭।