কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ ৫ জানুয়ারি ২০২১ সন্ধা ৬টায় জয়নন্দ বাজারে ১নং ডাবর ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী’র দেয়া শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ বাবু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, ৩নং মুকুন্দপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, ১নং ডাবর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ মোহাম্মদ আনয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সত্যজিত রায়সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
গত তিন দিনে কাহারোল উপজেলার ৬ টি ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ডে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী’র দেয়া ৮০০ কম্বল এলাকার হতদরিদ্র ও দুস্থ অসহায় মানুষের মধ্যে বিতরন করা হয়।