বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির করোনা ভাইরাস কোভিড-১৯ এর রোগ মুক্তি কামনায় ২৩ সেক্টেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সেতাবগঞ্জ প্রেসক্লাবে এক দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সেতাবগঞ্জ স্কুলরোড মসজিদের পেশ ইমাম হাফেজ ওয়াহিদ শাহ্। দোয়া অনুষ্ঠানে সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি বরুন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন, সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ শামীম হোসেন, ফরিদ আহম্মেদ, মোঃ সোলায়মান শাহীন, মোঃ আশিকুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।