নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন শেখ হাসিনার নির্দেশনায় অসহায় মানুষের পাশে আছি এবং থাকব। মহামারী করোনা মোকাবেলায় এই মুহূর্তে সবাইকে সবার তরে এগিয়ে আসতে হবে।
নিজ নিজ অবস্থান হতে অসহায় মানুষের সাহায্যে বিত্তবানদের প্রতি তিনি আহ্বান জানান, ২৫ জুলাই শনিবার, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ‘নরেশ চক্রবর্তী মেমোরিয়াল বিএমপিসি’ বেইস ক্ষুদ্রঋণ কর্মসূচির আয়োজনে সদস্যসহ স্থানীয়দের করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য একথা বলেন।
বেইস ‘এমসিপি’ এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ ইয়ামিন হোসেন, বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ন সম্পাদক ফিরোজ আলম ও বেইস মিতালি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জুলফিকার আলী প্রমুখ।