সাজ্জাদ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় জনসংগঠনের ভুমিহীন সমন্বয় পরিষদ ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর আয়োজনে উপজেলার সুশিল সমাজ ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৮ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা হলরুমে জনসংগঠনের উপজেলা ভুমিহীন পরিষদের সভাপতি নিশিকান্ত সরকারের সভাপত্বিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, ডেভেলপমেন্ট ইনিশিয়াটিভ ফর পিপলস (দীপ) এর প্রেসিডেন্ট সুকমল রায়, দিনাজপুর জেলা জনসংগঠনের সভাপতি মোঃ লুৎফর রহমান প্রমুখ।
এসময় জনসংগঠন ঐক পরিষদের বিরল ও বোচাগঞ্জ এলাকার সভাপতি মানিক অধিকারী, আঞ্চলিক সমন্বয়কারী মোঃ কামরুজ্জামন সহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।