গত ২৪ ঘন্টায় দিনাজপুরে নতুন করে ১৪ জন (সদর -৬, চিরিরবন্দর -২, বিরামপুর -৩, কাহারোল-১,বীরগঞ্জ-১,ঘোড়াঘাট -১) কোভিড -১৯ শনাক্ত এবং নতুন করে নবাবগঞ্জে -৩ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট রোগী -৪৪১, মোট সুস্থ -১৭২ জন,মৃত ৬ জন।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধায় দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ বিষয়টি নিশ্চিত করেন।
দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে ১০৫ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ১৪ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ, ২ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ ও ৮৯ টি নমুনা ফলাফলের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৪৪১ জন, সুস্থ হয়েছে ১৭২ জন, মৃত ব্যক্তির সংখ্যা ৬ জন। আক্রান্তদের মধ্যে
সদরে ১৩৬ জন(সুস্থ ৩৭ জন ), বিরলে ৪১ জন(সুস্থ ২৪ জন) , নবাবগঞ্জে ২৬ জন (সুস্থ ১০ জন), ফুলবাড়ীতে ১৬ জন (সুস্থ ৫ জন), পার্বতীপুরে ৩৫ জন (সুস্থ ১৮ জন),বোচাগঞ্জে ১৬ জন (সুস্থ ১১ জন), ঘোড়াঘাটে ৩২ জন(সুস্থ ২৬ জন), কাহারোলে ১৪ জন (সুস্থ ১০ জন), হাকিমপুরে ৫ জন(সুস্থ ২ জন), চিরিরবন্দর ৪০ জন (সুস্থ ২ জন), বিরামপুর ৩৬ জন(সুস্থ ৩ জন), বীরগঞ্জ ২০ জন(সুস্থ ১৩ জন), খানসামায় ২৪ জন (সুস্থ ৬ জন)।
মঙ্গলবার (১৬ জুন) দিনাজপুর জেলার অদ্যাবধি ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা সংখ্যা ৫৪৬৩ টি, এ পর্যন্ত ৫০৭৩ টি নমুনা ফলাফল পাওয়া গেছে।
দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছে ৭৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকা সর্বমোট ১১১৬৩ জনের মধ্যে ৮৬৭৭ জনকে সুস্থ হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬৮ জন।
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.